‘আমি শাহরুখ’-এই পরিচয়ে মেট গালা ২০২৫-এর লালগালিচায় বিদেশি গণমাধ্যমের সামনে নিজেকে পরিচয় দিলেন বলিউড তারকা শাহরুখ খান। ঠোঁটে সেই চেনা হাসি, চোখে আত্মবিশ্বাস। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত বিশ্বখ্যাত এই ফ্যাশন আয়োজনের এবারের থিম ছিল ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। এই প্রথম মেট গালার রেড কার্পেটে পা রাখলেন বলিউডের ‘বাদশাহ’, আর অভিষেকেই তিনি জানালেন-এটাই হতে পারে তার শেষ মেট গালা।
খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ। তার পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট। গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।
শাহরুখ বলেন, “আমার সন্তানেরা মেট গালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল। সব্যসাচী যখন আমন্ত্রণ জানালেন, ওরা খুব খুশি হয়। আমি নিজে থেকে আসতাম কি না, জানি না। এটাই হয়তো আমার প্রথম ও শেষ মেট গালা।”
শাহরুখ ছাড়াও এ বছর মেট গালায় প্রথমবার অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম্পসহ লালগালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন।
ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইনে তার মাতৃত্বের অনুভব ফুটে ওঠে পোশাকে। এ ছাড়া পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবি ঐতিহ্যে অনুপ্রাণিত ফ্যাশনে হাজির হয়ে তুলে ধরেন নিজস্ব সাংস্কৃতিক পরিচয়।
প্রিয়াঙ্কা চোপড়া ধরা দেন ক্ল্যাসিক হলিউড লুকে-সাদা পোশাকে কালো পোলকা ডটের ছোঁয়া। ঈশা আম্বানি, ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে ছিলেন নজরকাড়া। ফ্যাশনের দুনিয়ায় তার উপস্থিতিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ।