বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
বিদেশ
অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের





পালাবদল ডেস্ক
Tuesday, 4 February, 2025
12:13 PM
 @palabadalnet

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিসে মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে ওঠার জন্য অপেক্ষা করছেন একজন আটক অভিবাসী। ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিসে মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে ওঠার জন্য অপেক্ষা করছেন একজন আটক অভিবাসী। ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার ভারতীয় অভিবাসীদের বহনকারী প্রথম মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র ছেড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে। অভিবাসীদের বহন করা ট্রাম্প প্রশাসনের সামরিক ফ্লাইটগুলোর মধ্যে এটি সবচেয়ে দূরের গন্তব্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, সেনাবাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের ভারতে ফেরত নেওয়া হচ্ছে, যেখানে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো শুরু হয়েছে।

এখন পর্যন্ত সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে।

গত মাসে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিপত্রহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা আরও অনেক।

পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে, যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]