ঢাকা: অভিনেতা মুশফিক আর ফারহান অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) আছেন তিনি।
মুশফিক আর ফারহানের মামা মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “নাটকের শুটিং সেটে হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নিরাপত্তা জনিত কারণে আইসিইউতে আছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।”
আজ শনিবার মুশফিক আর ফারহানের একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে বলে জানা গেছে।