শনিবার ৯ নভেম্বর ২০২৪ ২৫ কার্তিক ১৪৩১
শনিবার ৯ নভেম্বর ২০২৪
 
বিদেশ
আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৩





পালাবদল ডেস্ক
Wednesday, 23 October, 2024
10:15 PM
 @palabadalnet

তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবারের এ হামলায় অন্তত ৩ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

রয়টার্স জানায়, টেলিভিশনের ফুটেজে কয়েকজন সশস্ত্র হামলাকারীকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এরপর গোলাগুলির ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিইউএসএএস) উল্লেখ করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক পোস্টে বলেন, “আঙ্কারার কাহরামানকাজানে টিইউএসএএসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন।”

বিস্ফোরণ ও গোলাগুলির কারণ এবং সন্ত্রাসীদের পরিচয় এখনো জানা যায়নি।

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি আত্মঘাতী হামলা হয়েছে এবং ভবনের ভেতরে কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, ওই ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কর্তৃপক্ষ নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে এবং কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইতোমধ্যে এ হামলা নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]