বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ ১৭ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫
 
বিনোদন
সন্তানদের প্রাক্তন সম্পর্কে সব জানিয়েছেন রবিনা





পালাবদল ডেস্ক
Sunday, 1 October, 2023
6:19 PM
 @palabadalnet

বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, তার অতীত সম্পর্ক-সহ তার মেয়েদের কাছ থেকে কিছু গোপন না করার বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। রবিনার দুই দত্তক কন্যা ছায়া ও পূজা। পরে তার স্বামী অনিল থাদানির সন্তান রাশা এবং রণবীরবর্ধনের জন্ম হয়। রবিনা একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তার জীবন সন্তানদের কাছে একটি ‘খোলা বই’ এর মতো।

অভিনেত্রী বলেছিলেন যে তিনি তার সম্পর্কে লেখা সমস্ত গসিপ সম্পর্কেই অবগত ছিলেন। তিনি বলেন, “এটি তাদের জন্য একেবারে একটি খোলা বই। আজ না হলে, আগামীকাল তারা এটি সম্পর্কে কোথাও পড়বে এবং তারা আরও খারাপ কিছুও জানতে পারে। কারণ, আপনি জানেন যে নয়ের দশকের সংবাদ মাধ্যম ঠিক কেমন ছিল। এক্ষেত্রে হলুদ সাংবাদিকতা ছিল শীর্ষে। তাদের কাছে তথ্যের প্রয়োজন ছিল না। যা পারত প্রকা্শ করত। কোনো নৈতিকতা নেই, সততা নেই।”

রবিনা আরো বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ার শক্তির কারণে পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে। যেখানে সেলিব্রিটিরা তাদের গল্প প্রকাশ করতে পারে। অতীতে যখন সেলিব্রিটিরা ‘সম্পাদকদের দয়ার’ পাত্র ছিল। ‘তারা কার শিবিরে ছিলেন বা তারা কাকে তেল দিচ্ছে বা কোন নায়ক বা নায়িকা তাদের তেল দিচ্ছেন। তাদের সত্য কী তা জানার অপেক্ষা না করে কেবল তাদের এবং গল্পের দিক সম্পর্কে লেখা হতো।’ রবিনা আরো বলেছেন, নয়ের দশকের ম্যাগাজিনগুলি তার সম্পর্কে ‘সবচেয়ে খারাপ নিবন্ধ’ লিখেছে। এমনকী তাকে বারবার লজ্জিত করেছে। তবে এই প্রথমবার নয়, যে রবিনা ম্যাগাজিন এবং ট্যাবলয়েডের সঙ্গে তার সংগ্রামের কথাও বলেছেন।

রবিনার সম্পর্কের কথা বলতে গিয়ে, তিনি ১৯৯৫ সালে তার মোহরা সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ডেটিং শুরুর কথা বলেছিলেন। এমনকী তারা নয়ের দশকের শেষের দিকে বাগদান করেছিলেন। বেশকিছু কারণের জন্য তারা আলাদা হয়ে যান পরে। রবিনার সঙ্গে বিচ্ছেদের পর, অক্ষয় টুইঙ্কেল খান্নার সঙ্গে সম্পর্কে জড়ান। ২০০১ সালে, অক্ষয় এবং টুইঙ্কল গাঁটছড়া বাঁধেন এবং এখন দুই সন্তানের বাবা-মা। আরভ এবং নিতারা।

মজার বিষয় হলো, অক্ষয় এবং রবিনা তাদের আসন্ন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলে ফের প্রথমবারের অনস্ক্রিনে একত্রিত হবেন। এতে আরো অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, তুষার কপুর, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক-ভাই মেহেরন ও মিকা সিং।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com