লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ৪ আগস্ট ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। সে সময় বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতার একটি দল উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে নুর উদ্দিন চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে গিয়ে নিচতলায় আগুন দেয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় যুবক মেহেদী হাসান বলেন, “স্বৈরাচার ও তাদের দোসরদের সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”
স্থানীয়রা বলছেন, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে পলাতক। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে না থাকায় বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছে।
ওসি আবদুল মোন্নাফ বলেন, “সাবেক এমপির বাড়িটি ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে।”