বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ ১৭ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫
 
সারাবাংলা
খাগড়াছড়িতে ৪ দিন পর যান চলাচল স্বাভাবিক





খাগড়াছড়ি প্রতিনিধি
Wednesday, 1 October, 2025
8:45 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: ‘জুম্ম ছাত্র-জনতা’ অবরোধ স্থগিত করায় চারদিন পর খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

অবরোধ স্থগিত হলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর এলাকায় দেখা যায়, সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। অধিকাংশ দোকানপাটও খুলেছে। সকাল ৯টার পর থেকে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শহরজুড়েই মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তারা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন।

সকালে পানছড়ি অটোরিকশা স্টেশনে কথা হয় অনিল বিকাশ চাকমার সঙ্গে। জানান, ডাক্তার দেখাতে এসে তিনি আটকা পড়েন। অবরোধ তুলে নেওয়ার পর আজ বাড়ি ফিরছেন।

পৌর শহরে আলাপকালে ট্রাকচালক মো. জয়নাল আবেদীন বলেন, “অবরোধের কারণে ট্রাক বন্ধ ছিল। গত কয়েকদিন ধরে আয়-রোজগার বন্ধ। আজ অবরোধ না থাকায় গাড়ি চালানো শুরু করলাম।”

শহরের শান্তি কাউন্টারে কথা হয় অনিল দেবের সঙ্গে। রাঙ্গুনিয়ার এই বাসিন্দা জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে আজ সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সড়ক অবরোধ থাকায় এত দিন যেতে পারেননি।

মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুক পেজ থেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানায় জুম্ম ছাত্র-জনতা।

সংগঠনটি জানায়, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।

তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যথাযথভাবে পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

অবরোধ প্রত্যাহার হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক মনে করলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।”

গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অবরোধ ডাকা হয়। পরদিন থেকে তিন পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয় সংগঠনটি।

অবরোধের মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র হয়ে ওঠে গুইমারার রামেসু বাজার। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে তিনজন নিহত হন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com