ধানুসের সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা ম্রুনালের! ছবি: সংগৃহীত।
ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগাতারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধানুসের বিবাহবিচ্ছেদ হয়েছে মাস কয়েক হলো। এর মধ্যেই প্রেমের ছোঁয়া অভিনেতার জীবনে! ‘সীতারমন’খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে-ধানুসের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ম্রুনাল, কথাবার্তার মধ্যে অলক্ষ্যেই বার বার তার হাত ধরছেন ধানুস।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দু’জনকে। যদিও ধানুসের সঙ্গে ম্রুনালের বয়সের ফারাক বিস্তর। সত্যিই কি দুই পুত্রের পিতাকে স্বামী বেছে নিচ্ছেন অভিনেত্রী?
গত ১ আগস্ট ছিল ম্রুনালের জন্মদিন। অভিনেত্রীর ডাকে তারকাখচিত উদ্যাপনে যোগ দেন ধানুস। তরপর থেকেই জল্পনা উস্কে উঠেছে। জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দু’জনকেই দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে দেখা গিয়েছে।
ম্রুনাল অবশ্য জানিয়েছেন, বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি ওয়াকিবহাল। তবে এমন কোনও প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে। ম্রুনালের কথায়, “ধানুস আমার খুবই ভাল বন্ধু। বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই।” মুখে যতই বলুন, সম্প্রতি অভিনেতার দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী। তাই অনেকেরই সন্দেহ হয়তো এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না। ২০২২-এ স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন ধানুস। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে তাদের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন।