বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।
দেশবরেণ্য এই শিল্পীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, “তার রক্তচাপ আশঙ্কাজনক কম। সংক্রমণ বেড়ে গেছে, জ্ঞানের মাত্রাও কমে গেছে। কিডনি জটিলতা তো আছেই।”
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। সূত্র জানিয়েছে, গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।