শনিবার ২৫ অক্টোবর ২০২৫ ৯ কার্তিক ১৪৩২
শনিবার ২৫ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
মেসির জোড়া গোল, মায়ামির জয়





স্পোর্টস ডেস্ক
Saturday, 25 October, 2025
1:22 PM
 @palabadalnet

উড়ন্ত মেসি। ছবি: এএফপি

উড়ন্ত মেসি। ছবি: এএফপি

আবারও জ্বলে উঠলেন লিওলেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার করলেন জোড়া গোল। তার নৈপুণ্যে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজের উদ্বোধনী ম্যাচে মায়ামি জিতেছে ৩-১ গোলে। অন্য গোলটি করেন আদেও আলেন্দে।

আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসিকে ম্যাচের আগে ‘গোল্ডেন বুট’ ট্রফি প্রদান করা হয়, কারণ তিনি মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে শীর্ষস্থান দখল করেছিলেন ২৮ ম্যাচে।

খেলা শুরু হওয়ার পরপরই তিনি দেখিয়ে দেন কেন এই পুরস্কার তার প্রাপ্য-১৯তম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে ডাইভিং হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ১-০ তে।

সার্জিও বুসকেতস সাইডলাইনের কাছে বল দখল করে দেন রদ্রিগো দে পলের কাছে। দে পল বল বাড়ান ছুটে আসা মেসির দিকে, যিনি সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু পাসে গোলটি সম্পন্ন করেন। ইয়ান ফ্রের পাস থেকে আলেন্দের হেডারে ৬২তম মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে মেসি নিশ্চিত করেন জয়, ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস জর্দি আলবার ক্রস ঠেকাতে এগিয়ে এলেও বলটি ধরতে ব্যর্থ হন। খালি পোস্টে সহজেই বল জালে পাঠান মেসি।

এই জয়ের একদিন আগে মেসি তিন বছরের চুক্তি নবায়ন করেন, এতে করে তিনি ২০২৮ সাল পর্যন্ত ফ্লোরিডাতেই থাকবেন।

জয়ের পর দে পল বলেন,  “আমরা জানি, প্লে-অফ ম্যাচ সবসময় কঠিন হয়। তাই ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। আশা করি, এটাই কেবল শুরু। দল আজ খুব ভালো খেলেছে-তীব্রতা, মনোযোগ, কখন আক্রমণ করতে হবে আর কখন রক্ষণে নামতে হবে-সব দিকেই।আমরা দেখিয়েছি, দল হিসেবে আমরা বেড়ে উঠছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com