শনিবার ২৫ অক্টোবর ২০২৫ ৯ কার্তিক ১৪৩২
শনিবার ২৫ অক্টোবর ২০২৫
 
রাজনীতি
আমরা আবার একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছি: হাসনাত





নিজস্ব প্রতিবেদক
Saturday, 25 October, 2025
9:57 AM
 @palabadalnet

হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: ‘আমরা আবার একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছি,’ এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় তিনি এ কথা বলেন।

দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখা এই সমন্বয় সভা আয়োজন করে।

সচিবালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ডিসি (জেলা প্রশাসক) ভাগাভাগি চলছে অভিযোগ তুলে হাসনাত বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন; আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি, আপনি কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আরও সহায়তা করছেন।”

দ্বাদশ, একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি-ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতি উপহার পাবে। আমরা দেখছি, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত, যে ব্যাংকগুলাকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলাকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদেরকে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।”

সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না উল্লেখ করে হাসনাত বলেন, “লক্ষ লক্ষ নেতাকর্মীর বড়াই আমরা আওয়ামী লীগকেও দিতে শুনতাম। এশিয়া মহাদেশে ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল, শুধুমাত্র বাংলাদেশের না-এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় বলে "জয়" আবার দুই মাইল দূরে গিয়ে বলে "বাংলা"। নিজেরা দৌড়ের ওপরে থাকে ব্যানারটা নিয়ে, চারজনে মিলে ধরার লোক নাই। একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায়, আবার বলে যে, "হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"। এসব লক্ষ লক্ষ নেতাকর্মী কাজে আসে নাই।”

ন্যায্যতার প্রশ্নে একজন মানুষ ঘুরে দাঁড়ালে সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়, বলেন তিনি।

ইলেকশন কমিশন একটি স্বৈরতান্ত্রিক ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে মন্তব্য করে হাসনাত বলেন, “আমাদের ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনকে গনিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে, এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন। ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গেছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com