
ছবি: সংগৃহীত
গত রোববার প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনে-দুপুরে অবিশ্বাস্য কায়দায় চুরির ঘটনা ঘটে। তিন মুখোশধারী ব্যক্তি জানলার গ্রিল কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে নয়টি মহামূল্যবান অলংকারসামগ্রী নিয়ে মোটর-স্কুটারে করে পালিয়ে যায়।
এক ফরাসি কৌঁসুলি জানিয়েছেন, চুরি যাওয়া অলংকারসামগ্রীর প্রাক্কলিত মূল প্রায় ১০২ মিলিয়ন ডলার (৮৮ মিলিয়ন ইউরো)।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে সিএনএন।
কৌঁসুলি লরেঁ বেকু ফরাসি রেডিও স্টেশন আরটিএলকে এই তথ্য জানান।
তিনি বলেন, জাদুঘরের কিউরেটর খোয়া যাওয়া সামগ্রীর মূল্য সম্পর্কে ধারণা দিয়েছেন।
তিনি বলেন, “নিঃসন্দেহে এসব অলংকার অনেক দামী। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটুকু শুধু আর্থিক ক্ষতি। তবে এগুলোর ঐতিহাসিক মূল্য বিচারে ক্ষয়ক্ষতি পরিমাপ করা একেবারেই সম্ভব নয়।”
কৌঁসুলি আরও জানান, প্রায় ১০০ তদন্তকারী চার অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
বিশেষজ্ঞরা হারিয়ে যাওয়া অলংকার ফিরে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না।
তবে লরেঁ বেকু হুঁশিয়ারি দেন, চোররা যদি অলংকারগুলো বিচ্ছিন্ন করে বা গলিয়ে ধাতুতে রূপান্তরিত করে, তাহলে প্রত্যাশা অনুযায়ী দাম পাবে না।
গত কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার ল্যুভর জাদুঘর আবারও দর্শনার্থীদের জন্য খুলছে। তবে যে কক্ষে চুরির ঘটনাটি ঘটে, সেই অ্যাপোলো গ্যালারি বন্ধ থাকবে।
পালাবদল/এসএ