ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আরেকটি হাসিনার জন্ম হবে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড আপনারা মেইনটেইন করতে পারছেন না। আমরা আলোচনার টেবিলে যাচ্ছি। কিন্তু সেই আলোচনা সফলতার মুখ দেখছে না। মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকির মধ্যে যাচ্ছে।”
এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম ও জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীসহ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন।
জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার। তিনি বলেন, “জামায়াতে ইসলামী চায় একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাক। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি- একটি মহলের রাজনৈতিক প্রভাবে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে, প্রভাবের কাছে মাথানত করছে সরকার।”
তিনি আরও বলেন, “আমরা দাবি করেছি জুলাই সদনের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। এখন একটি দল বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছে এই সাংবিধানিক সংস্কারের কী প্রয়োজন। পরে সরকার আসবে। সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই বিধানগুলো সম্পৃক্ত, সংযুক্ত করবে। এটা হচ্ছে গণআকাঙ্ক্ষার সঙ্গে বিরোধিতা।”
গোলাম পরওয়ারের ভাষ্য, “সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে সাংবিধানিক আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহাদুর্যোগের দিকে পড়ে যেতে পারে।”