শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
দক্ষিণ এশিয়া
পাকিস্তানে ভারতের হামলায় আন্তর্জাতিক মহলের নিন্দা ও উদ্বেগ





পালাবদল ডেস্ক
Wednesday, 7 May, 2025
11:37 AM
 @palabadalnet

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে অস্থিরতা। এর মাঝেই আজ বুধবার ভোর রাতে পাকিস্তান শাসিত কাশ্মির ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটি লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, 'আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'এক্স'-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

গুতেরেসের মুখপাত্র জানান, “(কাশ্মিরের) নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশ্ব ভারত-পাকিস্তানের সংঘাতের জন্য প্রস্তুত নয়।”

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি

হায়াশি বলেন, 'কাশ্মিরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানায় জাপান। তবে ওই ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে (দুই দেশের মধ্যে) প্রতিশোধমূলক পদক্ষেপ ও পূর্ণ মাত্রার সামরিক সংঘাত দেখা দেওয়ার সম্ভাবনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আমরা ভারত-পাকিস্তান উভয়কে ধৈর্যশীল থাকার ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানাই।'

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একইসঙ্গে চীনেরও প্রতিবেশী।”

“সব ধরনের জঙ্গি কার্যক্রমের বিরোধিতা করে চীন।”

“শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া, শান্ত ও ধৈর্যশীল থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে আহ্বান জানাচ্ছি”, বলেন মুখপাত্র।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com