শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
দক্ষিণ এশিয়া
ভারতকে ‘সমুচিত জবাব’ দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে





বিবিসি
Wednesday, 7 May, 2025
8:25 PM
 @palabadalnet

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা।

আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যে, পাকিস্তান ভারতের ওই হামলার নিন্দা জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা। ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে।

ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে গতরাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদ বলছে, হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের এ হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

পাকিস্তান বলেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও কিছু ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধবিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি।

তবে এসব বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com