শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
দক্ষিণ এশিয়া
জম্মুতে আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে: ভারতের নিরাপত্তা কর্মকর্তা





রয়টার্স
Thursday, 8 May, 2025
11:26 PM
Update: 08.05.2025
11:48:43 PM
 @palabadalnet

 সাইরেন বেজে ওঠার পর জম্মুর আখনুর শহরের আকাশে আলোকোজ্জ্বল বস্তু দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। বৃহস্পতিবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মুতে । ছবি: এএনআই

সাইরেন বেজে ওঠার পর জম্মুর আখনুর শহরের আকাশে আলোকোজ্জ্বল বস্তু দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। বৃহস্পতিবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মুতে । ছবি: এএনআই

নয়াদিল্লি: ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে।

রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

“আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। জম্মুর পাঁচ জেলায় এটা ঘটছে,” বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছিলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ ‘ক্রমে নিশ্চিত’ হচ্ছে। দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর এ কথা বলেছিলেন তিনি।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে পাকিস্তান জম্মুতে ‘লয়টারিং মিউনিশান’ দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে।

'লয়টারিং মিউনিশান' বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সাথে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এধরণের ড্রোনকে ‘কামিকাজে ড্রোন’ও বলা হয়।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে।

বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছেন যে, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।

জম্মু শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন যে বিমানবন্দরের কাছে তিনি নিজে ‘১৬টি বস্তুকে’ অবতরণ করতে দেখেছেন।

পুরো জম্মু শহর এখন অন্ধকার, দোকান বাজার বন্ধ।

হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজা শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।

এখন সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসি নিউজ জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’, অর্থাৎ এই ড্রোনগুলিতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। ভারতের এ হামলায় ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

এর পর থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে আজ পাকিস্তান জানায়, গত রাতে ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অপর দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভারতের সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য থেকে পাকিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে। এরপর রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মুতে এসব বিস্ফোরণ ঘটল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com