বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি এলাকায় হামলা করেছে ভারত। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মিরের শহরগুলোতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে। এতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একাধিক ব্রিগেড সদর দফতর ও সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে।
আইএসপিআর-এর ব্রিফিং
বুধবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে এবং তারা সফলভাবে ভারতীয় যুদ্ধবিমান প্রতিহত করেছে।
ভারতের ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে: ৩টি ফ্রেঞ্চ নির্মিত রাফাল, ১টি সু-৩০এমকেআই ও ১টি মিগ-২৯ ফুলক্রাম।
বেসামরিক হতাহত
ভারতের হামলায় পাকিস্তানের অন্তত ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।
এই সামরিক মুখপাত্র বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।
তিনি বলেন, আহত ৩৭ জনের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ।
পাকিস্তান জানিয়েছে, ভারত ইচ্ছাকৃতভাবে জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক’।