শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
দক্ষিণ এশিয়া
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত, আহত ৪৬ জন





জিও নিউজ
Wednesday, 7 May, 2025
12:24 PM
 @palabadalnet

বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি এলাকায় হামলা করেছে ভারত। ছবি: সংগৃহীত

বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি এলাকায় হামলা করেছে ভারত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মিরের শহরগুলোতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে। এতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একাধিক ব্রিগেড সদর দফতর ও সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর-এর ব্রিফিং

বুধবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে এবং তারা সফলভাবে ভারতীয় যুদ্ধবিমান প্রতিহত করেছে।

ভারতের ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে: ৩টি ফ্রেঞ্চ নির্মিত রাফাল, ১টি সু-৩০এমকেআই ও ১টি মিগ-২৯ ফুলক্রাম।

বেসামরিক হতাহত

ভারতের হামলায় পাকিস্তানের অন্তত ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। 
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।

এই সামরিক মুখপাত্র বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, আহত ৩৭ জনের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ।

পাকিস্তান জানিয়েছে, ভারত ইচ্ছাকৃতভাবে জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক’।

চীন ভারতের হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, “এই কাপুরুষোচিত আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। পুরো জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তান কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বলেন, “এই হামলা একটি উস্কানিমূলক ও নির্লজ্জ আগ্রাসন।”

সীমান্ত পরিস্থিতি ও কূটনৈতিক পদক্ষেপ

পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ ঘটনার বিষয়ে অবহিত করেছে।

বিমান চলাচল আট ঘণ্টা বন্ধ থাকার পর লাহোর ও করাচির আকাশপথ পুনরায় চালু করা হয়েছে।

উভয় দেশ কূটনৈতিক ও সামরিক সম্পর্ক হ্রাস করেছে, সীমান্ত ক্রসিং বন্ধ করেছে এবং কূটনৈতিক কর্মকর্তাদের বহিষ্কার করেছে।

এই উত্তেজনাকর পরিস্থিতির অবসানে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com