শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
দক্ষিণ এশিয়া
ভারতের ৩ যুদ্ধবিমান ভূপাতিত, পাকিস্তানের দাবি ৫





পালাবদল ডেস্ক
Wednesday, 7 May, 2025
11:13 AM
 @palabadalnet

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলার উয়ান এলাকায় মাটিতে পড়ে আছে ধাতব ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলার উয়ান এলাকায় মাটিতে পড়ে আছে ধাতব ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ভারত দখলকৃত জম্মু কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

কিছুদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা গতরাতে যুদ্ধে গড়ায়। ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসীদের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। তারা বলেছে, পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেছেন ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত সরকারের তরফ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের কাছে ওয়ায়ান এলাকায় বিধ্বস্ত একটি বিমানের অংশ দেখছেন লোকজন। ছবি: এএফপি

পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।

ভোর পর্যন্ত পাকিস্তানে আট জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির সরকার। এসব ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আট জন নিহত ও ২৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে এএফপি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com