ডাটাবেজটির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে সিনেমাটি।
চার্ট ঘেটে দেখা গেছে, প্রথমে রয়েছে হলিউড সিনেমা 'আ মাইনক্রাফট মুভি' সেই তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি বরবাদ। আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে।
বরবাদ সিনেমাটি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পাশাপাশি চলতি মাসেই ইতালি, মালয়েশিয়াতেও মুক্তি পাবে বরবাদ সিনেমাটি।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত।