বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
রাজনীতি
আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহ উদ্দিন





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 April, 2025
1:18 PM
 @palabadalnet

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা: গণ–অভ্যুত্থানের মাধ্যমে ঢাকায় আওয়ামী রাজনীতির মৃত্যু আর দিল্লিতে দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে।...আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।”

সোমবার সকালে রাজধানীর রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন সালাহ উদ্দিন আহমদ।

স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতিকে বিকৃত ও বিস্মৃত করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ। এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হওয়া গেছে কি না-এমন প্রশ্নও তোলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ঐতিহ্যের অংশ। এ ভূখণ্ডের হাজার বছরের লালিত সংস্কৃতিকে লালন-পালনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার জন্য যেসব অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা সবার দায়িত্ব। তিনি বলেন, “বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা ও বাঁশি আমাদের সংস্কৃতি। আমরা পান্তাভাত ও ইলিশ মাছ খেয়েছি। আমাদের সংস্কৃতির মতো করে উদ্‌যাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com