বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রাম: পর্যটন স্পটগুলোর নিরাপত্তা নিয়ে পুলিশের বাড়তি সতর্কতা





দ্য ডেইলি স্টার
Sunday, 30 March, 2025
7:08 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সম্প্রতি চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পুলিশের ওপর হামলা, ছিনতাই, ইভটিজিং ও যৌন হয়রানির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটিতে এ জায়গুলোতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে ঈদ উৎসবকে সামনে রেখে এসব পর্যটন স্পটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী। এসময় তিনি কয়েকজনকে চেক করতে গেলে প্রথমে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তারা দলবদ্ধ হয়ে এসে মব তৈরি করে পুলিশের ওই কর্মকর্তাকে 'ভুয়া পুলিশ' বলে মারধর করে।

পতেঙ্গা সৈকত এলাকায় গত শনিবার বিকেলে ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে বলেন, ঈদের ছুটির কারণে পতেঙ্গা এলাকায় পুলিশের উপস্থিতি কমে গেছে। এখন পর্যাপ্ত টহল পুলিশ না থাকায় বখাটেদের উৎপাত বেড়েছে।

গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের নতুন পর্যটন কেন্দ্র ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসবের শেষ দিনে দর্শনার্থীদের ওপর হামলা এবং পার্কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরে ৮ মার্চ সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়।

এছাড়া গত বছরের ৭ নভেম্বর মিরসরাইয়ের মহামায়া লেকে বেড়াতে গিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয় হয়ে ওঠা আনোয়ারার পারকি সৈকতেও নিরাপত্তার অভাব প্রকট। এখনো সেখানে গড়ে ওঠেনি টুরিস্ট পুলিশের কোনো ফাঁড়ি। পারকি সমুদ্র সৈকত এলাকায় দিনে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও সন্ধ্যার পর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই।

এ বিষয়ে পর্যটন করপোরেশনের কোনো উদ্যোগও এখন পর্যন্ত চোখে পড়ে নি।

চট্টগ্রামে পর্যটন করপোরেশন পরিচালিত হোটেল সৈকত এর ব্যবস্থাপক আবুল হাসানাত মোহাম্মদ হাবিবুল বারী বলেন, পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশ রয়েছে। এছাড়া পর্যটকদের সামগ্ৰিক সুযোগ সুবিধার বিষয়গুলো জেলা প্রশাসন তদারকি করে থাকে।

বিষয়টি নিয়ে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক বলেন, চট্টগ্রামের কয়েকটি পর্যটন স্পটে এখনো ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু হয়নি। তবে যেসব স্পটে ট্যুরিস্ট পুলিশ আছে, সেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

উত্তম প্রসাদ আরও বলেন, এবারের ঈদে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com