বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
দক্ষিণ এশিয়া
ভূমিকম্প: মিয়ানমারে নিহত অন্তত ১৪৪, ব্যাংককে নিখোঁজ ৮১





পালাবদল ডেস্ক
Friday, 28 March, 2025
10:51 PM
 @palabadalnet

  ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে ধসে যাওয়া একটি ভবনে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ছবি: এএফপি

ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে ধসে যাওয়া একটি ভবনে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ছবি: এএফপি

মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৩২ জন।

আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিগ্রাম মেসেজে জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত এবং ৭৩২ জন আহত হয়েছেন।

অপরদিকে, পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ আছেন।

দেশটির জাতীয় জরুরি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বরাতে বিবিসি জানিয়েছে, ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন এবং ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন।

তবে, কতজন মারা গেছেন তা জানানো হয়নি। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

ব্যাংককে এবং মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার অবশ্য নিহত-আহতদের কোনো সংখ্যা উল্লেখ করেনি। সংখ্যা দেয়নি। 

উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য বিশ্বের 'যেকোনো দেশ ও সংস্থাকে' আমন্ত্রণ জানিয়েছেন জান্তাপ্রধান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com