রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
 
বিনোদন
আমাদের ১২ মাসই হোক জুলাই: ফারুকী





নিজস্ব প্রতিবেদক
Saturday, 16 November, 2024
4:46 PM
 @palabadalnet

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

ঢাকা:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিয়ে নানান বিতর্ক।

এদিকে আজ দুপুরে এ উপদেষ্টা লাভ ইমোজি দিয়ে জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেছেন- “আমাদের বারো মাসই হোক জুলাই।” সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস তুলে ধরা হলো-

এ নির্মাতা লিখেছেন- জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠল। এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে। 

তিনি আরও লিখেছেন-আজকে বিকাল ৪টায় 'লাল মজলুম' নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে। 

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এ থিয়েটার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

শেষে তিনি লাভ ইমোজি দিয়ে লিখেছেন- “আমাদের বারো মাসই হোক জুলাই।” 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পড়ান। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com