সোমবার ৬ অক্টোবর ২০২৫ ২১ আশ্বিন ১৪৩২
সোমবার ৬ অক্টোবর ২০২৫
 
রাজনীতি
পিলখানা ট্র্যাজেডি: রোববার সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাবে বিএনপি





নিজস্ব প্রতিবেদক
Saturday, 24 February, 2024
9:04 PM
 @palabadalnet

ঢাকা: পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর উপলক্ষে রোববার বনানী সামরিক কবরস্থানে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বনানী সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যাবেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কিছু বিপথগামী সদস্য দাবি আদায়ের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায়। অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বিপথগামী বিদ্রোহীদের হাত থেকে রেহাই পায়নি শিশু ও নারীরাও। তারা নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিককেও নির্মমভাবে হত্যা করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com