সিলেট: গতকাল রোববার হরতাল চলাকালে সিলেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে নগরীর ৪ থানায় ৫ মামলা করেছে পুলিশ।
এসব মামলায় অজ্ঞাত আসামি আছেন আরো শতাধিক নেতাকর্মী।
এগুলোর মধ্যে কোতোয়ালী থানায় দুটি এবং বিমানবন্দর, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতালের সময় আটক বিএনপির সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীসহ বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।