
ট্রাম্প-শি অসামান্য বৈঠক। ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক থেকে আসা সিদ্ধান্তেও সে কথার পক্ষে প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, চীনের পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করেছেন ট্রাম্প।
বিনিময়ে, চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু, বিরল খনিজ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং অবৈধ মাদক ফেন্টানিল পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
দেশে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি গণমধ্যমকে বলেন, “আমার মতে, এটা একটা অসাধারণ বৈঠক ছিল।”
রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা চীনের সঙ্গে আলোচনার একটি কাঠামো তৈরি করেছেন, যার মাধ্যমে বেইজিং যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক দেওয়ার বাধ্যবাধকতা থেকে বের হয়ে আসতে পাড়বে এবং বিরল খনিজ রপ্তানির সব বিধিনিষেধও মুলতবি করা হবে।
ওই খবর প্রকাশের পর থেকেই ট্রাম্প বারবার বলে এসেছেন, শি'র সঙ্গে শিগগির তার চুক্তি হতে যাচ্ছে।
তার সেই দাবির সত্যতা মিলল।
 
পালাবদল/এসএ