শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
 
স্পোর্টস
ফিলিস্তিন-ইসরাইল সংঘাত যা বললেন মোহাম্মদ সালাহ





বিবিসি
Thursday, 19 October, 2023
12:13 PM
Update: 19.10.2023
12:15:55 PM
 @palabadalnet

মোহাম্মদ সালাহ। ফাইল ছবি

মোহাম্মদ সালাহ। ফাইল ছবি

ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে কথা বলেছেন মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলমান সংঘাতে আরও নিরীহ মানুষ হত্যা বন্ধে তিনি বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

লিভারপুলের ৩১ বছর বয়সী ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি বলেছেন, অনেক সহিংসতা, প্রাণঘাতী মর্মবেদনা ও বর্বরতা হয়েছে।

ফিলিস্তিনের গাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও চিকিৎসার সামগ্রী দরকার বলে উল্লেখ করেন মোহাম্মদ সালাহ। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিতে হবে।

মোহাম্মদ সালাহ বলেছেন, সব জীবনই গুরুত্বপূর্ণ। সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। গণহত্যা বন্ধ করা দরকার। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে।

মোহাম্মদ সালাহ বলেন, “আরো নিরীহ মানুষ হত্যা রোধে এক হওয়ার জন্য আমি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মোহাম্মদ সালাহ আরো বলেছেন, মানবতা অবশ্যই জয়ী হবে।

চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ইসরাইল হামলা হয়। এতে ৪৭১ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তারা বিদেশি নাগরিকসহ অনেক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান।

জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ইসরাইলি বিমান হামলায় ৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com