শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ আশ্বিন ১৪৩২
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫
 
বিদেশ
ইসরায়েলে এ বার ড্রোন হামলা চালাল ইয়েমেনের হুথি বাহিনী, গুরুতর জখম অন্তত ২০





পালাবদল ডেস্ক
Thursday, 25 September, 2025
4:19 AM
 @palabadalnet

ড্রোন হামলার মুহূর্ত। ছবি এক্স।

ড্রোন হামলার মুহূর্ত। ছবি এক্স।

ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হানার পরে এ বার ইসরায়েলে ড্রোন হামলা চালাল হুথি।  ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হানাদার ড্রোনের আঘাতে বুধবার দক্ষিণ ইসরায়েলের এইলাত শহরে অন্তত ২০ জন গুরুতর জখম হয়েছেন বলে নেতানিয়াহুর সরকার জানিয়েছে। অগস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হানায় মৃত্যু হয়েছিল হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। তারপর থেকেই ধারাবাহিক ভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা।

২০২৩-এর অক্টোবরে গাজ়ায় সংঘর্ষ শুরুর পরেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুথি। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টিকম) বাহিনী চলতি বছরের গোড়া থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানা-সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। সেখান থেকেই প্রত্যাঘাত করছে তারা।

পশ্চিম এশিয়ায় তেল আভিভের বিরুদ্ধে তেহরানের ‘যৌথ প্রতিরোধমূলক কর্মসূচি’ (অ্যাক্সিস অফ রেজ়িস্ট্যান্স)-তে গাজ়ার হামাস, লেবাননের হিজ়বুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইসেশন ফোর্স’ (এমপিএফ)-এর পাশাপাশি রয়েছে ইয়েমেনের হুথি বাহিনীও। গত বছরের ডিসেম্বরে হুথি বাহিনী ইসরায়েলে হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন-২’ দিয়ে হামলা চালিয়েছিল। তার পর থেকে ইসরায়েলও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইয়েমেনে। কিন্তু হুথি বাহিনী কোনো অবস্থাতেই তেলআবিবের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটবে না বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com