বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
বুধবার ২৯ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
কেন গোলাপি জার্সি পরে খেলছে পাকিস্তান?





Tuesday, 28 October, 2025
9:31 PM
 @palabadalnet

সালমান আগা। ছবি: সংগৃহীত

সালমান আগা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের জার্সি দেখে যে কারো বিভ্রান্তি তৈরি হতে পারে। হালকা সবুজ জার্সি রেখে পাকিস্তান দল নেমেছে গোলাপি জার্সি পরে। স্তন ক্যানসারের সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইনে এরকম জার্সি পরে খেলার অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকার। সেই প্রোটিয়াদের বিপক্ষে একই কারণে এমন রঙের জার্সি গায়ে চাপিয়েছেন সালমান আলি আঘারা।

প্রথম টি-টোয়েন্টিতে ‘পিঙ্ক রিবন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান দল। পাকিস্তান অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে টনি ডি জরজির।

পিঙ্ক রিবন পাকিস্তান ক্যাম্পেইনের অংশ হিসেবে পাকিস্তান দল গোলাপি জার্সি পরে মাঠে নামার পাশাপাশি পাকিস্তানের কোচ, সহায়ক স্টাফ এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও গোলাপি ফিতা (রিবন) পরেছেন। তারাও এই মহৎ উদ্যোগে সমর্থন জানাচ্ছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে পাকিস্তান আবার তাদের চিরচেনা জার্সি পরেই খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ড্র করার পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল তিন ওয়ানডের সিরিজও খেলবে।

দক্ষিণ আফ্রিকা (একাদশ): কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, টনি ডি জরজি, ডেওয়াল্ড ব্রেভিস, ম্যাথিউ ব্রিটস্কে, ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), জর্জ লিন্ডে, করবিন বশ, লিজার্ড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।

পাকিস্তান (একাদশ): সাইম আইয়ুব,, সাহিবজাদা ফারহান, বাবর আজম, সালমান আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটকিপার), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com