শনিবার ২৫ অক্টোবর ২০২৫ ৯ কার্তিক ১৪৩২
শনিবার ২৫ অক্টোবর ২০২৫
 
সারাবাংলা
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত





শরীয়তপুর প্রতিনিধি
Sunday, 3 August, 2025
12:43 PM
 @palabadalnet

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসচাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি এবং শিবচর হাইওয়ে থানাকে অবহিত করি। তারা এসে মরদেহ দুটি নিয়ে যায়।”

তিনি জানান, নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি পদ্মা সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠছিল। ঠিক সেই সময় জাজিরা প্রান্তে একটি অজ্ঞাত বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন।

নিহতদের একজন মোহাম্মদ আলী অন্তু। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানান যায়, তিনি সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে।

নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে, তিনি অন্তুর সঙ্গী এবং সম্ভবত একই এলাকার বাসিন্দা।

পালাবদল/এসএ
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com