বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
সারাবাংলা
মেহেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনির পর পুলিশে সোপর্দ





মেহেরপুর প্রতিনিধি
Wednesday, 30 July, 2025
12:00 PM
 @palabadalnet

 আবদুর রওফ। ছবি: আবদুর রওফের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আবদুর রওফ। ছবি: আবদুর রওফের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

মেহেরপুর: গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম আবদুর রওফ। তিনি মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাঁশবাড়িয়ার পল্লিচিকিৎসক আবদুল মাবুদের কাছে ২০ হাজার টাকার দাবি করে আসছিলেন আবদুর রওফ। এই অর্থ না দিলে স্থানীয় পত্রিকায় মাবুদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপানোর ভয় দেখান রওফ। মুঠোফোনে চাঁদা দাবির পর গতকাল বিকেলে চাঁদা নিতে গেলে এলাকার কয়েকজন তাকে পিটুনি দেন। পরে সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাসদস্যরা রওফকে উদ্ধার করে নিয়ে যান।

আবদুল মাবুদ বলেন, রওফ কয়েক মাস ধরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব দিয়ে আটকের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। রওফ মুঠোফোনে বলেছিলেন, সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। টাকা না দিলে মাবুদকে চিকিৎসা করতে দেওয়া হবে না। গতকাল তিনি চাঁদা নিতে এলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় রওফকে ধরে মারধর করা হয়।

আবদুর রওফের বিষয়ে খোঁজ নিতে গেলে মল্লিকপাড়ার কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে রওফ এ ধরনের প্রতারণা করে আসছিলেন। এর আগে ভুয়া চিকিৎসক সেজে চাঁদা নিতে গেলে জনতা তাকে বেঁধে মারধর করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় রওফের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল। তিনি বলেন, ওই ভুয়া সাংবাদিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com