শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
সারাবাংলা
যশোরের নওয়াপাড়া গ্রুপে বোমা হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের আল্টিমেটাম





যশোর ব্যুরো
Sunday, 27 July, 2025
4:47 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোর: পেট্রোল বোমা ও ককটেল হামলাকারীদের গ্রেফতারের দাবিতে যশোরের নওয়াপাড়ায়  অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণ । 

আজ রোববার সকাল থেকে  সকল দোকানপাট বন্ধ রেখে নওয়াপাড়ায় অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক  ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন,অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, সার সমিতির সহ সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  হাবিবুর রহমান মোল্যা। অনুষ্ঠানটি পরিচালনা করেন  ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ ও নূর আলম পাটোয়ারী।

বক্তারা অভিযোগ করেন, পেট্রোল বোমা ও ককটেল হামলার ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। সমাবেশ থেকে তিনদিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। 

নেতৃবৃন্দ বলেন, “তিন যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের আমদানি-রফতানিতে সুনামের সঙ্গেও কাজ করে যাচ্ছে। গত ১৮ জুলাই ভোরে চার দুর্বৃত্তকারী নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত।”

তারা বলেন, “নওয়াপাড়া মোকাম থেকে দেশের ৬৫ থেকে ৭০ ভাগ সার সরবরাহ করা হয়। যে মুহূর্তে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারকে দেশে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ঠিক সেই  সময়ে পূর্ব পরিকল্পিতভাবে বোমা ও ককটেল নিক্ষেপ করা হলো।”

তারা আরও বলেন, “নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। ১০ দিন অতিক্রম হলেও বোমা হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।” সন্ত্রাসীদের গ্রেফতার না করলে নওয়াপাড়ার সকল ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য বন্ধ করে অবরোধ এবং হরতালের কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com