শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
সারাবাংলা
বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ





মুন্সিগঞ্জ প্রতিনিধি
Saturday, 26 July, 2025
8:28 PM
 @palabadalnet

  শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার চারটি ইউনিয়নে বিএনপির সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ শনিবার বিকেলে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এই অবরোধ করেন।

১৫ জুলাই উপজেলার বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করা হয়। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমান কমিটিগুলো অনুমোদন করেন। এর পর থেকে কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আসছেন পদবঞ্চিত ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। প্রথমে তারা মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদের অনুরোধে বিকেল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। নেতা-কর্মীদের অবরোধের কারণে ১৫ থেকে ২০ মিনিট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা সদ্য গঠিত বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। কমিটিগুলো টাকার বিনিময়ে করা হয়েছে, এমন অভিযোগ তুলে তাঁরা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী। এতে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল (রিমু), গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (পান্নু) ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। একসময় যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন, এই কমিটিতে তাদের স্থান দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব টাকার বিনিময়ে মনগড়া কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার আগে তারা উপজেলা কমিটির অন্য কোনো সদস্যের সঙ্গেও আলোচনা করেননি।

উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহমান বলেন, “আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জেলা কমিটির সঙ্গে আলোচনা করেই কমিটিগুলো করা হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com