শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
সারাবাংলা
কুমিল্লায় হত্যা-মাদকসহ ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা





কুমিল্লা ব্যুরো
Saturday, 26 July, 2025
2:12 PM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লা: দাউদকান্দির গৌরীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতরাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুনের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “মামুনসহ আরও তিন নারী শুক্রবার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। কুমিল্লার গৌরীপুর বাসস্টেশনে বাসটি থামলে মামুন গাড়ি থেকে নেমে পানি কিনতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মামুনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”

তিনি আরও বলেন, “কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের পর বলা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি এবং তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।”

স্থানীয়রা জানান, মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আজ শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com