শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
সারাবাংলা
খাগড়াছড়িতে জনসংহতি ও ইউপিডিএফ’র মধ্যে গোলাগুলিতে নিহত ৪: পুলিশ





খাগড়াছড়ি প্রতিনিধি
Saturday, 26 July, 2025
2:08 PM
 @palabadalnet

খাগড়াছড়ি: দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সদস্যদের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) সদস্যদের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে ইউপিডিএফের এক সংগঠক বলেছেন, তাদের দলের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি অপপ্রচার।

এ বিষয়ে দীঘিনালা থানার এক বিবৃতিতে জানানো হয়, গতরাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার নাড়াইছড়ি বিওপির দক্ষিণ-পূর্বে জোড়া সিন্ধু কারবারি পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জন এবং জেএসএস (মূল) দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি বিনিময় হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এতে ইউপিডিএফের (প্রসিত) সামরিক শাখা 'গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি'র চার সদস্য নিহত ও অনেকে আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

তবে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমাদের দলের সঙ্গে ঘটেনি। এটি একটি অপপ্রচার।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com