শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
রাজনীতি
জামায়াত আমীরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত





নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 July, 2025
12:16 AM
 @palabadalnet

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরিভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। 

বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় এই ব্লক ধরা পড়ে বলে জানিয়েছেন জামায়াত আমীরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম। 

তিনি একটি দৈনিককে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে। তবে জামায়াত আমীরকে এখনো রাজি করানো সম্ভব হয়নি। নজরুল জানান, দেশের চিকিৎসার প্রতি পূর্ণ আস্থা আছে  আমীরে জামায়াতের। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার আপাতত সিদ্ধান্ত হয়েছে। শনিবার সম্ভাব্য বাইপাস সার্জারি হবে বলে আশা করছেন নজরুল ইসলাম। এ বিষয় দলীয়ভাবে বিস্তৃত আলাপ-আলোচনা শুরু হয়েছে। ডা. শফিকুর রহমানের আশু সুস্থতার জন্য তার দল এবং পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার সময় আকস্মিক মঞ্চে পড়ে যান আমীর ডা. শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরই তিনি উঠে আবার কথা বলেন। দ্বিতীয় দফা পড়ে যাওয়ায় তিনি বসেই বক্তব্য শেষ করেন।  সেখান থেকে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ওই দিনই বাসায় ফিরেন। পরের দিন থেকেই তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে আসছিলেন। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com