বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
রাজনীতি
প্রতারণার সুযোগ দেবো না, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম





গাজীপুর ব্যুরো
Tuesday, 29 July, 2025
9:44 PM
 @palabadalnet

মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে এনসিপির পথসভায় বক্তব্য দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে এনসিপির পথসভায় বক্তব্য দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা প্রতারণার কোনো সুযোগ দেবো না, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরে এক পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে গত ১৫ বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গাজীপুরের সাহসী সন্তানেরা সবসময় লড়াই করেছেন। গাজীপুরকে আমরা সবসময় দেখেছি লড়াইয়ের অন্যতম ক্ষেত্র হিসেবে।”

তিনি বলেন, “গাজীপুর নগরীকে একটি সিটি করপোরেশন করা হলেও অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস কায়েম করেছে।”

“দুঃখের বিষয় গাজীপুরে এখনো স্বৈরাচার লুকিয়ে রয়েছে। আমরা স্বৈরাচারের দোসরকে বিতাড়িত করব। আমরা হুশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের যতদিন গণঅভ্যুত্থানের শক্তি রয়েছে, আওয়ামী লীগ ও মুজিববাদীরা কোথাও দাঁড়াতে পারবে না,” বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, “গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। হাজারো ফ্যাক্টরি রয়েছে এখানে। গাজীপুরের শ্রমিকদের মাঝে কিছুদিন পরপর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই শ্রমিকরা আমাদের গণঅভ্যুত্থানের সামনে এসে দাঁড়িয়েছিল। আমরা গাজীপুরের শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই। আমাদের নতুন বাংলাদেশের শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে।” 

জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, “জুলাই সনদ সংস্কারের শুধু ঐকমত্য হলে হবে না, সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে ঐকমত্য হওয়া লাগবে। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। দ্বি-দলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। এই রূপরেখা কোনো দল মানেনি। আমরা এবার প্রতারণা করার কোনো সুযোগ দেবো না। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে।”

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে এনসিপির পথসভায় সমবেত জনতা। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে এনসিপির পথসভায় সমবেত জনতা। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

“নির্বাচনের মাধ্যমে যেই আসুক, সংস্কার বাস্তবায়নের বাধ্যকতা থাকবে। আমরা আশা করব, ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। আমাদের আকাঙ্ক্ষিত এক বছরের বিজয় উদযাপন করতে পারব,” বলেন তিনি।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিনসহ গাজীপুরের স্থানীয় নেতারা।

পথসভাকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। রাজবাড়ীর সড়কে বন্ধ করে সব ধরনের যান চলাচল।

এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরে কালিয়াকৈরে উপজেলা হয়ে শ্রীপুরের মাওনায় যান। সেখান থেকে গাজীপুর শহরের রাজবাড়ীতে আসেন তারা।

‘আমাদের লড়াই শেষ হয় নাই’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে। মহড়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভেবেছে, ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি।”

গাজীপুরের শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের নিচে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনায়। ছবি: সংগৃহীত

দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনায়। ছবি: সংগৃহীত

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “গাজীপুরে এসেই প্রথমে আন্দোলনের হটস্পট মাওনায় এসেছি। এখানে ১৯ জন ভাই, যাঁরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা মাওনাবাসী এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন, নতুন দেশ বিনির্মাণে রাজপথে নেমেছিলেন, আমরা আপনাদের জানাচ্ছি কৃতজ্ঞতা ও লাল সালাম।”

এনসিপির এই নেতা বলেন, “আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা যাব। আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতাড়িত করব।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে এই মাওনায় ১৯ জন বীর শহীদ হয়েছেন। চব্বিশের অভ্যুত্থানের রণক্ষেত্র, বীর শহীদদের রণক্ষেত্র এই মাওনা। আমাদের আলাদা পথসভা না থাকলেও আমরা শুধু আমাদের বীর শহীদদের জন্য দোয়া করতে অভ্যুত্থানের রণক্ষেত্র এই মাওনায় এসে উপস্থিত হয়েছি।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com