গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র সমাবেশে আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ গ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “গত ১৬ জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত রাখে।”
তিনি জানান, এই মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র শিক্ষক কৃষক ভান চালক মেহনতি মানুষ যাদেরকে রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে এসে আসামি করে চালান দিচ্ছে। গণগ্রেফতার হচ্ছে দাবি করে নিন্দা জানান এই নেতা।
মহিউদ্দিন হুশিয়ারি দেন, “আর যদি এভাবে গ্রেফতার করা হয় তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানাবে যাতে এই প্রশাসন আর এভাবে আর মামলা না করতে পারে, গ্রেফতার করতে না পারে।”