শনিবার ২৫ অক্টোবর ২০২৫ ৯ কার্তিক ১৪৩২
শনিবার ২৫ অক্টোবর ২০২৫
 
সারাবাংলা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ করা বাসে আগুন





ফরিদপুর ব্যুরো
Sunday, 20 July, 2025
8:57 PM
 @palabadalnet

জব্দ করা বাসটি থানার সামনে সড়কে রাখা ছিল । ছবি: সংগৃহীত

জব্দ করা বাসটি থানার সামনে সড়কে রাখা ছিল । ছবি: সংগৃহীত

ফরিদপুর: সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আজ রোববার করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আরএসএফ পরিবহনের বাসটি ঈদুল আজহার আগে মধুখালীতে দুর্ঘটনার কবলে পড়ে। পরে বাসটি জব্দ করে থানার পাশে রাস্তার ধারে রাখা হয়। বাসটি প্রায় দেড়শ গজ দূরে রাখা ছিল। মালিকপক্ষের লোকজন সাধারণত বাসটি পাহারা দিতেন।”

“তবে শনিবার দুপুর থেকে বাসের পাশে কেউ ছিলেন না। রাত ১২টার দিকে খবর পাই বাসটিতে আগুন লেগেছে। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি,” বলেন তিনি।

ঘটনার পরপরই ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com