বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ১ মে ২০২৫
 
রাজনীতি
একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা: গোলাম পরওয়ার





Wednesday, 26 March, 2025
9:58 PM
 @palabadalnet

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো, আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি।”

“যে কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে, এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা,” যোগ করেন গোলাম পরওয়ার।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আলোচনায় সভায় এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে। একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “৫৪ বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন একাত্তরকে ভুলে যাবেন না... তারা যখন দেশ শাসন করেছেন ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে।”

জামায়াতের কার্ড নিয়ে খেললে ‘শেখ হাসিনার মতো’ নির্মমভাবে বিদায় নিতে হবে, হুঁশিয়ারি দেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com