মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫
 
রাজনীতি
কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি খেলাফত মজলিস: মামুনুল হক





নিজস্ব প্রতিবেদক
Monday, 6 October, 2025
5:44 PM
Update: 06.10.2025
5:50:40 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তার দল এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত তারা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছেন।

আজ সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগ দেন।

অনুষ্ঠানে মামুনুল হক বলেন, “সংগঠনের যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।”

মামুনুল হক তৃণমূলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে কাজ করে তাদের ভাবনা ও মনোভাব বোঝার তাগিদ দেন। বলেন, 'সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়-সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।'

এ ছাড়া, সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনা প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, “এ ঘটনা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিকামী সব নাগরিককে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা করার সাহস না পায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি ও পরিষদ-সদস্য জাকির হোসাইন প্রমুখ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com