বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
টেকনাফে নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার





কক্সবাজার প্রতিনিধি
Monday, 24 March, 2025
12:35 AM
 @palabadalnet

মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত

মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত

কক্সবাজার: টেকনাফে নৌকাডুবির ঘটনায় সমুদ্রে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও ২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত শনিবার ভোরের এ নৌকাডুবির ঘটনায় মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। 

টেকনাফের সমুদ্র উপকূলে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরে গতকালই ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে বিজিবি। তবে, এক বিজিবি সদস্যসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। 

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধারকাজের সময় বিজিবি সদস্য মো. বিল্লাল হাসান সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকারের কারণে পা পিছলে সাগরে পড়ে যান। তাকে গতকাল উদ্ধার করা সম্ভব হয়নি। 

তিনি বলেন, 'দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযানের পর আজ সকাল ১১টা ৫০ মিনিটে শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি এলাকায় বিল্লালের মরদেহ ভাসতে দেখা যায়।' 

তিনি জানান, বিজিবি প্রোটোকল অনুযায়ী ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিল্লালের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় মৃত রোহিঙ্গাদের জানাজার পর দমদমিয়া কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com