বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
বিনোদন
‘জীবনের সেরা চুম্বন ওর থেকেই পেয়েছিলাম’





পালাবদল ডেস্ক
Saturday, 22 March, 2025
12:52 AM
Update: 22.03.2025
12:59:13 AM
 @palabadalnet

বলিউডের শীর্ষ অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউডের শীর্ষ অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত

প্রজন্মের পর প্রজন্ম তাকে দেখেই প্রেমের ভাষা শিখেছে। এবার জানা গেল, তিনি নাকি চুম্বন করার বিষয়েও বেশ শৈল্পিক। এক অভিনেতা নাকি জীবনের সেরা চুম্বন শাহরুখের থেকেই পেয়েছেন।

আবিশ্ব অসংখ্য অনুরাগী শাহরুখ খানের। দিল্লি শহর থেকে মুম্বইয়ে এসে পাকাপাকি জায়গা তৈরি করেছিলেন তিনি। বর্তমানে তিনি বলিউডের বাদশাহ। বড় পর্দায় তার ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ মুহূর্তে ভরে যায়। বলা হয়, তিনি নাকি রোম্যান্সেরও রাজা। প্রজন্মের পর প্রজন্ম তাকে দেখেই প্রেমের ভাষা শিখেছে। এবার জানা গেল, তিনি নাকি চুম্বন করার বিষয়েও বেশ শৈল্পিক। এক অভিনেতা নাকি জীবনের সেরা চুম্বন শাহরুখের থেকেই পেয়েছেন।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নির্দ্বিধায় সেই অভিনেতা বলেছেন, “জীবনের সেরা চুমুটা আমাকে শাহরুখই খেয়েছে। কোনও মহিলা আমাকে এমন চুম্বন করেননি।” এই ঘটনা নাকি ঘটেছিল ‘পাঠান’ ছবি সফল হওয়ার পরে এক অনুষ্ঠানে। সেই ছবির সাফল্য উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন শাহরুখ। খলনায়ক ছিলেন জন আব্রাহাম। নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ছবির সেটে নাকি দীপিকার চেয়ে জন ও শাহরুখের রসায়ন নিয়ে নাকি বেশি আলোচনা হত। তাই ছবির সাফল্য উদ‌্‌যাপনের দিনও শাহরুখের থেকে চুম্বন পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন জন। শাহরুখ নিজে এসেই জনকে চুম্বন করেছিলেন। জনের কথায়, “আমার সহ-অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ।”

শাহরুখের প্রশংসায় তিনি বলেছেন, “কী সুন্দর একটা মানুষ! খুবই বিনয়ী। খুব হাসিখুশিও। আমার আপ্তসহায়ক একবার বলেছিলেন, শাহরুখই প্রেমের অর্থ শিখিয়েছে তাদের প্রজন্মকে। সব দিক থেকে সঠিক মানুষ সে।” ২০২৩-এর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সেই সময়ে বক্স অফিসে সাড়া ফেলেছিল এই ছবি।

সম্প্রতি জনকে দেখা গিয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিতে। বক্স অফিসে বেশ সাড়াও ফেলেছে এই ছবি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com