বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামে ২ ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক





চট্টগ্রাম ব্যুরো
Saturday, 22 February, 2025
11:30 PM
 @palabadalnet

চট্টগ্রাম: মহানগর ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার রাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন-চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনছুর আলী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

“আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com