বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
মিডিয়া
সাংবাদিক শাকিল-ফারজানার জামিন স্থগিত





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 22 January, 2025
9:42 PM
 @palabadalnet

শাকিল আহমেদ ও ফারাজানা রুপা। ছবি: সংগৃহীত

শাকিল আহমেদ ও ফারাজানা রুপা। ছবি: সংগৃহীত

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের সময় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক এ আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদনটি ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

শাকিল ও ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে শাকিল ও ফারজানার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

গত বছরের ২১ আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে শাকিল ও ফারজানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ জানুয়ারি রুবেল হত্যা মামলায় এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট।

এ ঘটনায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৪৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আসামিরা জড়িত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, রুবেল গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর মারা যান।

এ মামলায় গত ৩১ আগস্ট শাকিল ও ফারজানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]