বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
বিনোদন
নিজের ইংরেজি ছবির প্রিমিয়ারে অন্য অবতারে হাজির টাবু!





পালাবদল ডেস্ক
Thursday, 31 October, 2024
7:07 PM
 @palabadalnet

ছবি: টাবুর ইনস্টাগ্রাম থেকে।

ছবি: টাবুর ইনস্টাগ্রাম থেকে।

‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’ হয়ে ‘আন্ধা ধুন’, ‘দৃশ্যম’, ‘খুফিয়া’— পর্দায় তিনি আসা মানেই একটা টানটান ভাব। নজর সরতে চায় না। মন গল্পে আরও জুড়ে বসে। তার উপস্থিতি এমনই জোরদার, যে তার পরনের পোশাক, সাজগোজ ব্যক্তিত্বেরই অঙ্গ হয়ে ওঠে। ভারতীয় অভিনেত্রী টাবুর ফ্যাশন নিয়ে তাই বড় একটা আলোচনা হতে দেখা যায় না। কিন্তু নিউ ইয়র্কে এক ঝাঁক হলিউড তারকার মাঝে সেই টাবুই আলাদা করে চেনালেন তার ফ্যাশন বোধ।

খুব শিগগিরই মুক্তি পাচ্ছে টাবুর ইংরেজি ছবি ‘ডিউন: প্রফেসি’। তার আগে নিউ ইয়র্কে ছিল ছবির প্রিমিয়ার। সেই উপলক্ষে অতিথিদের স্বাগত জানাতে রেড কার্পেটের আয়োজন করা হয়েছিল। রূপোলি জগতে যে ‘রেড কার্পেট’কে ফ্যাশনের তীর্থ ক্ষেত্র ভাবা হয়। টাবু সেই রেড কার্পেটেই এলেন একটি কালো রঙের ‘গথিক’ গাউন পরে।

কালো রঙের ওই গাউনটি যৌথ ভাবে তৈরি করেছেন ভারতীয় ডিজ়াইনার আবু জানি এবং সন্দীপ খোসলা। ফ্যাশন দুনিয়ায় দুই পোশাকশিল্পীর গত ভাঙা ভাবনা বরাবর নজর কেড়েছে। নিউ ইয়র্কেও তা ব্যর্থ হলো না। টাবুর জন্য আবু আর সন্দীপ ওই গাউন তৈরি করেছিলেন ভারতীয় অঙ্গরাখা স্টাইলে। তবে তার সঙ্গেই মিশিয়ে দিয়েছেন ইউরোপের গথিক শিল্প। যে শিল্প ‘রহস্যময়’ বলে পরিচিত। যে শিল্পে প্রাচীন যুগের ইউরোপীয় শিল্পকলার ছোঁয়া আছে।

দুই ডিজাইনার আবু এবং সন্দীপ জানিয়েছে, টাবুর চরিত্র যেহেতু ওই ছবিতে রহস্যময়, সে জন্যই তার জন্য ওই পোশাক নকশা করেছেন তারা। পোশাকটি তৈরি করা হয়েছে খাদি রেশমের কাপড় দিয়ে। তবে সেই কাপড়কে ৩৮ বছরের পুরনো এক বিশেষ পদ্ধতিতে কুঁচকোনো হয়েছে।

কনুই পর্যন্ত ঢাকা হাত, গোড়ালি পেরিয়ে মাটিতে লুটিয়ে থাকা ঝুলের গাউনে চওড়া গলা অনেকটা গভীর এবং ছড়ানো। টাবু অবশ্য গলায় কোনও হার পরেননি। টেনে বাঁধা চুলের সঙ্গে কানে শুধু পরেছেন কালচে পাথরের দু’টি ঝোলানো দুল। চোখে কালচে আইশ্যাডোয় আরও রহস্যময়ী হয়েছেন টাবু। দেখে ভক্তরা বলছেন, নতুন অবতারে টাবুকেও নতুন মনে হচ্ছে। আগের টাবুর সঙ্গে তাকে মেলানো যাচ্ছে না।-সংবাদমাধ্যম

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]