সোমবার ২৩ জুন ২০২৫ ৯ আষাঢ় ১৪৩২
সোমবার ২৩ জুন ২০২৫
 
বিদেশ
চিকিৎসায় নোবেল পেলেন আমেরিকার ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন





পালাবদল ডেস্ক
Monday, 7 October, 2024
5:05 PM
 @palabadalnet

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী অ্যামব্রোস (বাঁয়ে) ও রাভকুন (ডানে)। প্রতীকী ছবি: নোবেল প্রাইজ ডট ওআরজি ওয়েবসাইট থেকে নেওয়া

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী অ্যামব্রোস (বাঁয়ে) ও রাভকুন (ডানে)। প্রতীকী ছবি: নোবেল প্রাইজ ডট ওআরজি ওয়েবসাইট থেকে নেওয়া

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন।

আজ সোমবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

তাদের গবেষণা কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কীভাবে করে, তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

১৯৫৩ সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি ১৯৭৯ সালে এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি পান।

১৯৫২ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুভজিন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com