শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
 
আইন-আদালত
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাহার





নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 October, 2024
8:13 PM
 @palabadalnet

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে গত চৌঠা অগাস্ট ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর-এর পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেল হাইকোর্ট।

এর ফলে ড. ইউনূসের সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায়টি পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে দেখেন বেঞ্চের একজন বিচারপতি এর আগে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটির শুনানি করেছিলেন।

কাজেই এ রায় তিনি দিতে পারেন না। ফলে আগের রায়টি প্রত্যাহার করে নেয়া হয়।

বর্তমানে বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে।

নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com