মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫
 
শিক্ষাঙ্গন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা





টাঙ্গাইল প্রতিনিধি
Saturday, 17 August, 2024
11:30 PM
Update: 17.08.2024
11:36:46 PM
 @palabadalnet

টাঙ্গাইল: টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া আজ শনিবার সব হল খুলে দিয়ে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলামের অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ও সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ৪৫ (৫) অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের আভ্যন্তরীণ সদস্য, সব ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর ও অফিস প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনসহ প্রশাসনিক দায়িত্বে থাকা ছয় শিক্ষক পদত্যাগ করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com