শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
 
শিক্ষাঙ্গন
১৫ হলের ভোট গণনা শেষ, এবার বেলা একটার মধ্যে শেষ হওয়ার আশা নির্বাচন কমিশন সদস্যের





সাভার প্রতিনিধি
Saturday, 13 September, 2025
10:18 AM
 @palabadalnet

 আজ শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে।  এ নিয়ে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। ছবি: সংগৃহীত

আজ শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। ছবি: সংগৃহীত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বলেন, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ। আশা করছি বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হয়ে যাবে।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তারা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com